ঢাকা, সোমবার, ১৩ মে, ২০২৪

ই'তামারনা অ্যাপসে রেজিষ্ট্রেশন করেছেন ১৯ লক্ষ ২১ হাজার ৩৩৫ জন

ওমরাহ ও মসজিদ আল-হারামে নামাজ পড়ার জন্য ই'তামারনা অ্যাপস চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রেজিষ্ট্রেশন করেছেন ১৯ লক্ষ ২১ হাজার ৩৩৫ জন। সৌদি হজ্জ এবং ওমরাহ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী এদের মধ্যে সৌদি নাগরিক হলেন ১১ লক্ষ ১০ হাজার ৬২৯ জন। আর প্রবাসী হলেন ৮ লক্ষ ৩ হাজার ৫৪২ জন। পুরুষ ১২ লক্ষ ৬৯ হাজার ৫৫২ জন এবং মহিলা ৬ লক্ষ ৫১ হাজার ৭৮৩ জন।


৬ই নভেম্বর পর্যন্ত সর্বমোট পারমিট নিয়েছেন ১৮ লক্ষ ৩৫ হাজার ৩০৪ জন। তাদের মধ্যে সৌদি নাগরিক ৭ লক্ষ ৭৬ হাজার ৮৫২ জন এবং প্রবাসী ১০ লক্ষ ৫৮ হাজার ৪৫২ জন। পুরুষ ১২ লক্ষ ২৮ হাজার ৭৫৯ জন। মহিলা ৬ লক্ষ ৬ হাজার ৫৪৫ জন।


ওমরাহ পালন করেছেন ৭ লক্ষ ৮৮ হাজার ৩৮ জন এবং মসজিদ আল-হারামে নামাজ আদায় করেছেন ৮ লক্ষ ৪৬ হাজার ৮৩৬ জন। মদিনায় রিয়াজুল জান্নাতে নামাজ পড়েছেন ৫৩ হাজার ২৩১ জন পুরুষ এবং ২৯ হাজার ৯৬৪ জন মহিলা।  রওজা মোবারকে সালাম দিয়েছেন ১ লক্ষ ৩১ হাজার ২৭৩ জন।

ads

Our Facebook Page